বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড ও অপর আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০),  একই এলাকার শহিদ ব্যাপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আরও পড়ুন

তিন হত্যা মামলায় গাজীপুর আদালতে দীপু মনি, কামরুল, পলকসহ চারজন

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত আসামি সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় আসামি সুমন ও অপর আসামি আলীমের সঙ্গে মিলে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।


বিজ্ঞাপন


এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করে। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচার কার্যক্রম চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রচার করেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর