সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম

শেয়ার করুন:

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের  প্ল্যাটফর্মের নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় এক বৃদ্ধ ব্যক্তি অসতর্ক অবস্থায় রেলপথ পার হওয়ার সময় রেলের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায়।

ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, এখন পর্যন্ত নিহতের মরদেহ শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির শরীরে সাদা শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে। তার আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর। তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর