মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বারইয়ারহাট পৌর সদরের মাছ বাজার এলাকার আপ লাইনে (ঢাকামুখী) এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সোমবার সকাল ১০টায় বারইয়ারহাট মাছ বাজার সংলগ্ন স্থানে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। ওই সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন গিয়ে থাকে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন হতে পারে।

আরও পড়ুন

ময়দা মিক্সারে আটকে বেকারি শ্রমিকের মৃত্যু

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ের সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর