মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তের বন্ধনে মিরসরাইয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ফরহাদ মাহমুদ কাউছারকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আশরাফ ভুইয়া ফরহাদ, যুগ্ম সম্পাদক আকাশ দাশ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হোসেন টিটু, শেখ ফরহাদ, ঈশান নূর, প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক আরিফ হোসেন, সহ-অর্থ সম্পাদক আরমান হোসেন, দফতর সম্পাদক রহিমুল ইসলাম তানিম, সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম এবং আরিফুল ইসলাম, এএস আর আশরাফ, আরমান ও সুহাইল আহম্মেদকে সদস্য করা হয়েছে।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ফরহাদ মাহমুদ কাউছার বলেন, ‘সৃষ্টি মানব ও মানবতার কল্যাণে’ শ্লোগানে ১০ বছর আগে রক্তের বন্ধনে মিরসরাইয়ের সংগঠনটি যাত্রা শুরু করে। শুরু থেকে সংগঠনটি রক্ত শূন্যতা, ডেলিভারি রোগীদের রক্ত নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়া সামাজিক, সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস

