সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছয় সপ্তাহ ধরে মজুরি বন্ধ, ১৫০০ চা শ্রমিক পেলেন জিআরের চাল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

ছয় সপ্তাহ ধরে মজুরি বন্ধ, ১৫০০ চা শ্রমিক পেলেন জিআরের চাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে ৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ। কাজ ও মজুরি বন্ধের ফলে দুঃখ কষ্টে সংসার চালাচ্ছেন চা শ্রমিকরা তাদের মানবেতর জীবন যাপনের কারণে মৌলভীবাজারের জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দকৃত জিআর এর ৩০ মেট্রিক টন চাল বণ্টনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন কার্যালয়।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে উপস্থিত থাকা ১ হাজার ৫০০ চা শ্রমিকদের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250426-WA0005

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরতিংগা চা বাগানের ডিজিএম সৌকত আলম হেলালি, কমলগঞ্জ উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইদ নাজমুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না, চা শ্রমিক নেতা ও মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী প্রমুখ।

আরও পড়ুন

সুবর্ণচরে পানির সংকট, বিশুদ্ধ পানির গাড়ি দেখলেই ছুটে যান গ্রামবাসী

মিরতিংগা চা বাগানের ডিজিএম সৌকত আলম হেলালি জানান, আমার বাগানে ১ হাজার ৫০০ জন চা শ্রমিক আছেন। তাদের ৬ সপ্তাহ ধরে বেতন বন্ধ রয়েছে। তবে রেশন চলমান আছে। এছাড়াও গত ২৪ সালের জানুয়ারি মাস থেকে ফ্যাক্টরি বন্ধ রয়েছে। ফ্যাক্টরি বন্ধ থাকায় চা পাতা চয়ন করার পর অন্য বাগানে তা বিক্রি করছেন বলে জানান তিনি।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250426-WA0007

তিনি আরও বলেন, চা শ্রমিক, বাবু, ম্যানেজারসহ আমরা খুবই কষ্টে আছি। আমাদের স্টাফদের বেতন ৭ মাস ও ম্যানেজারসহ আমাদের বেতন ১৭ মাস ধরে বন্ধ রয়েছে। খুবই কষ্টে দিনকাল চলছে আমাদের।

চা শ্রমিক রাজশ্রী রাজভর বলেন, ৬ সপ্তাহ ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। দোকান বাকিতে সংসারের খরচপাতি চালিয়ে যাচ্ছি। জানি না আর কতদিন বাকিতে জিনিসপত্র আনতে পারব।

thumbnail_IMG_20250426_200035

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, মিরতিংগা চা বাগানের শ্রমিকরা বেতন পাচ্ছে না। তারা খুব কষ্টে জীবনযাপন করছেন। তাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় মৌলভীবাজার জেলা প্রশাসকের বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন জিআর চাল ১ হাজার ৫০০ চা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও পরবর্তীতে চা শ্রমিকদের জন্য কোনো সহযোগিতার প্রয়োজন আসে আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে।

thumbnail_IMG_20250426_200018

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, বেতন বন্ধ থাকায় চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের মানবেতর জীবনযাপনের কারণে জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ বরাদ্দ জিআর ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ ও বণ্টন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর