সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরের ঝুট গুদামে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

বুধবার (৯ এপ্রিল) বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনের একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় । 

পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর