কুমিল্লা নগরীর টমসমব্রিজ রামমালা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী ইমন। তিনি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় কর্মী হিসেবে সদ্য যোগদান করেছিলেন।
বড় ভাই সুমনের সঙ্গে মঙ্গলবার (২২ এপ্রিল) হাসপাতাল পরিদর্শনে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান। নিহত ইমন সরকার রামপুর মইমান ভিলা ল্যাবরেটরি হোস্টেলের পেছনের মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কের পাশে যত্রতত্র সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠা এবং দিনের বেলায় নগরীতে কাভার্ড ভ্যান প্রবেশের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।
এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তা এবং নগর পরিকল্পনার ওপর প্রশ্ন তুলেছে।
বিজ্ঞাপন
এসময় পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত কভার্ডভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, সকালে রামমালা এলাকায় পানির ট্যাংকির সামনের সড়ক দিয়ে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধি/এসএস

