কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরার মতো তুচ্ছ বিষয় নিয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে আপন চাচার হাতে প্রাণ হারিয়েছে এক কিশোর।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মোকারিম। সে চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার সময় সামান্য কথাকাটাকাটির জেরে চাচা ও ভাতিজার মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। ক্রমেই তা রূপ নেয় সংঘর্ষে। এসময় চাচা বাবুল মিয়া, তার ছেলে মনির মিয়া এবং পরিবারের আরও কয়েকজন সদস্য একত্র হয়ে ১৬ বছরের কিশোর মোকারিম মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোকারিমকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করে কিন্তু পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহতের আরেক চাচা মো. হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে সামান্য ঝগড়া হয়েছিল। হঠাৎ করেই বাবুল আর মনির ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। আমি মাঝখানে পড়ে রক্ষা করতে গিয়ে আহত হই। হত্যাকারী যে হোক আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন মর্মান্তিক মৃত্যু খুবই দুঃখজনক। এসময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/টিবি

