সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিকরগাছা উপজেলা আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩১ এএম

শেয়ার করুন:

ঝিকরগাছা উপজেলা আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ২

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও শার্শা উপজেলার নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছেন, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলকে এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর