নীলফামারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মিজানুর রহমান দুলাল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আকতার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী আটক
এর আগে গতকাল রাতে মিজানুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এ আওয়ামী লীগ নেতা উত্তর চাঁদখান সরঞ্জাবাড়ী এলাকার বাসিন্দা এবং চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞাপন
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আকতার হোসেন বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মিজানুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

