সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভার বিলাসদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সুমাইয়া আক্তার নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এসময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়গামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর