মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাঈম হোসেন নামে একজন যুবক আহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত হাসান হোসেন পৌরশহরের থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে।

নিহত হাসান এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বাজারের ভেতর মিলল বৃদ্ধের লাশ

স্থানীয়রা জানান, রোববার বেলা এগারোটার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধ শহরে ঘুরতে বের হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় আসলে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে  রাস্তায় পড়ে পিকআপের নিচে চাপা প‌ড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহত যুবকের মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই তার মৃত্যু হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সড়কপরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর