নাটোরের বড়াইগ্রামে হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত শিশুর পরিবারটিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষে ওই পরিবারের হাতে সহায়তা তুলে দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন— নাটোর জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, হাসিনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে গতকাল শিশুটির মরদেহ উদ্ধার করার পরই ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই নিহত শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার রহস্য উদঘটনে পুলিশ তদন্ত করছে।
বিজ্ঞাপন
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার মাধ্যমে নিহত পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা করা হয়। ন্যায় বিচারপ্রাপ্তির জন্য জেলা বিএনপি নিহতের পরিবারের পাশে থাকবে।
উল্লেখ্য, নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর ৭ বছরের এক মেয়ে শিশুর মরদেহ পাবনার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার এক ভুট্টা খেত থেকে উদ্ধার করা হয়। এসময় শিশুটির মুখমন্ডল ঝলসানো ও বিবস্ত্র অবস্থায় ছিল। এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) বিকেলে দাদির বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় শিশুটি।
প্রতিনিধি/টিবি