সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই বিপ্লবে শহীদ মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান

শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মোহাম্মদ মাহবুব আলম গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শাহাদাৎ বরণ করেন। মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১২ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।


বিজ্ঞাপন


এসময় গত ৪ আগস্ট ছেলে নিহতের ঘটনার বর্ণনা করতে গিয়ে মাহবুবের মা মোসাম্মত মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

 

এসময় উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. খন্দকার মাহবুব আলম। 


বিজ্ঞাপন


ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এমই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর