সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিক বন্ধ, ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিক বন্ধ, ফার্মেসিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফ্রেন্ডস অ্যাপোলো হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। এসময় সাফি মেডিসিন হাউজ নামে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।


বিজ্ঞাপন


ইউএনও মো. খাইরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিপরীতে অবস্থিত ফ্রেন্ডস অ্যাপোলো হাসপাতালের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া সত্বেও কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাই সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মাম হাসপাতাল সংলগ্ন সাফি মেডিসিন হাউজ নামে এক ওষুধের দোকানে ডক্টরস স্যাম্পল রাখার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক মো. রিফাত হোসেন ও সদর থানা পুলিশের সদস্যরা। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর