শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

তালা ভেঙে আন্দোলনরত কুয়েট শিক্ষার্থীদের হলে প্রবেশ, ভিসির পদত্যাগ দাবি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২৫ এএম

শেয়ার করুন:

তালা ভেঙে আন্দোলনরত কুয়েট শিক্ষার্থীদের হলে প্রবেশ, ভিসির পদত্যাগ দাবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৫টি আবাসিক হলের তালা ভেঙেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় তারা নিজেরাই হলের তালা ভাঙেন।


বিজ্ঞাপন


এর আগে দুপুর ১টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেয়ার অনুরোধ জানাতে থাকেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি।

thumbnail_FB_IMG_1744707364029

এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসির পদত্যাগের একদফা ঘোষণা করেছে শিক্ষার্থী। তারা বলেন, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একইসঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

নরসিংদীতে এসএসসি পরীক্ষায় মোবাইল কোর্টে দু’জনের সাজা

গত সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী ২ মে হল খোলা, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি মাসের সংঘর্ষে জড়িত ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর