বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে এসএসসি পরীক্ষায় মোবাইল কোর্টে দু’জনের সাজা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২৪ এএম

শেয়ার করুন:

নরসিংদীতে এসএসসি পরীক্ষায় মোবাইল কোর্টে দু’জনের সাজা

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে মোবাইল কোর্টে দু’জনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।


বিজ্ঞাপন


জানা গেছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান প্রদান করছিল। এ সময় মোবাইল কোর্টের হাতে আটক হয় তারা। আটক ব্যক্তিদের মোবাইল ডিভাইসে যাচাইয়ে সত্যতা পাওয়ায় তাদেরকে মোবাইল কোর্ট ১৫ দিনের সাজা প্রদান করেন। এ ব্যাপারে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ভেন্যু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান জানান পরীক্ষার কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।

আরও পড়ুন

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৯ হাজার, ৮৩ শিক্ষার্থী বহিষ্কার

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.আবদুর রহিম জানান, পরীক্ষা চলাকালীন তারা মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদান করার সময় তাদের আটক করা হয়। এর সত্যতা পাওয়ায় দু’জনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন জানান পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর