বিপুল উৎসাহ উদ্দিনপনা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা পঞ্জিকা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ উদযাপন করছেন সনাতন হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নতুন বর্ষবরণ পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও সনাতন হিন্দু সম্প্রদায়ের রমনীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দমীয় কালীবাড়িতে সমবেত হন। এসময় তারা মন্দিরে ধূপ-দ্বীপ মঙ্গল প্রদীপ জ্বালীয়ে প্রার্থনার পাশাপাশি স্বামী সংসারে সুখ শান্তি কামনায় একে অপরকে কপালে সিঁদুর পরিয়ে মেতে উঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা উৎসবে।
বিজ্ঞাপন
মন্দিরে সিঁদূর খেলায় অংশ নেওয়া দীপা পাল জানান, বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছর আমরা পহেলা বৈশাখে সিঁদুর খেলায় অংশগ্রহণ করে থাকি। এসময় আমরা সিঁদুর খেলা উৎসবের মাধ্যমে নিজের পরিবারের পাশপাশি স্বামী সংসারে যেনো ভালো থাকি, সেই কামনা করে থাকি।
গোপা, শিপ, মুন জানান, আমার কেবল স্বামী সংসারে জন্য নয়, আমরা আজকের দিনে সকলের মঙ্গল কামনা করে থাকি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শহরের আনন্দময়ী কালী বাড়ির পুরোহিত গোবিন্দ চক্রবর্তী জানান, পহেলা বৈশাখে সনাতন হিন্দু সম্প্রদায়ের সধবা রমণীরা স্বামী সংসারে সুখে থাকার জন্যে আজকের দিনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করে থাকেন। এটি একটি ধর্মীয় রেওয়াজ। তারা প্রার্থনা করেন, কেবল নিজের স্বামীই নয়, প্রতিবেশি আত্নীয় স্বজনসহ সকলের পরিবার যেনো ভালো থাকে। সুখে থাকে। এটিও প্রত্যাশা করেন তারা।
তিনি আরও জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দমীয় কালীবাড়িতে আজ থেকে সপ্তাহ ব্যাপী বার্ষিক উৎসব চলবে। এই উৎসবে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করবে।
প্রতিনিধি/টিবি