আজ শারদীয় দুর্গোৎসবের মহাদশমী ও বিসর্জনের দিন। সকাল থেকেই পূজামণ্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা। বিকেলে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

বিজ্ঞাপন
বুধবার (৫ অক্টোবর) দশমী তিথিতে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলার উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সকাল থেকেই প্রতিটি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের বাহারি রঙের সাজসজ্জা চোখে পড়ে। তারা দল বেঁধে, আবার অনেকে পরিবারের সদস্যদের নিয়ে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন ও সিঁদুর খেলায় যোগ দেন।

সকাল নয়টার পর থেকে দর্শনার্থী ও ভক্তরা বিভিন্ন পূজামণ্ডপে হাজির হতে শুরু করেন। তারা দেবীর পায়ে সিঁদুরের ছোঁয়া লাগান। পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন। নারীরা থালায় সিঁদুর নিয়ে একে অপরের কপালে ও গালে সিঁদুর লাগান। কেউ কেউ সিঁদুর খেলার ছবি ও সেলফি তুলতেও ব্যস্ত ছিলেন তারা।
শহরের ঘোষ বাড়ির পূজামণ্ডপের অন্নপূর্ণা ঘোষ বলেন, 'বিজয়া দশমীর দিনে সিঁদুর খেলা হয়েছে। সবাই একসঙ্গে মিলিত হয়ে আনন্দের সঙ্গে উৎসব উপভোগ করছি।'
বিজ্ঞাপন

কেন্দ্রীয় কালী মন্দিরের পৌরহিত কন্দর্প নারায়ণ চক্রবর্তী বলেন, ‘আমাদের মণ্ডপে বেলা ১১টার দিকে সিঁদুর খেলা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। বিকেলে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে।’
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস জানান, 'বিকেল প্রতিমা বিসর্জন শুরু হবে।'
এজে

