রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নগরীর জিয়া পার্ক রোড এলাকায় এটির উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এটির উদ্বোধন করেন।
উদ্ধোধনের সময় গাজীপুর সাফারী পার্ক থেকে আনা প্রাপ্ত বয়স্ক দুটি ঘড়িয়াল তিনি অবমুক্ত করেন। এরমধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল।
এ সময় উপস্থিত ছিলেন— বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন সংরক্ষক মো. ছানাউল্ল্যা পাটওয়ারী, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. এম সালেহ রেজা প্রমুখ।
বন বিভাগ থেকে জানানো হয়েছে, ঘড়িয়াল খুবই নিরীহ উপকারী জলজ সরীসৃপ প্রাণী। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলভুক্ত রক্ষিত প্রজাতি ও সাইটিস Appendix-1 ভুক্ত প্রাণী। বর্তমান অবস্থা মহাবিপদাপন্ন, এর ইংরেজী নাম: Gharial বৈজ্ঞানিক নাম: Gavialis gangeticus। এক সময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এটিই প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র স্থাপিত হলো।
প্রতিনিধি/টিবি