সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৯:১১ এএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

নরসিংদীতে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুল শেখ (২৭) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ অফিসের সামনে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় বৃষ্টির পর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। এসময় লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান ওয়াহিদুল শেখ।

পরে বৈদ্যুতিক লাইনে সরবরাহ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পরে লাইনম্যান ওয়াহিদুল শেখ। পরে সহকর্মীরা ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিদ্যুৎস্পৃষ্টে ওয়াহিদুলের শরীরের বেশির ভাগ অংশে পুড়ে যায়।

আরও পড়ুন

মাজার জিয়ারত শেষে ফেরার পথে বাস উল্টে বৃদ্ধা নিহত

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদুৎস্পৃষ্টে তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি।  কী কারণে এবং কীভাবে ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর