মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাজার জিয়ারত শেষে ফেরার পথে বাস উল্টে বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

মাজার জিয়ারত শেষে ফেরার পথে বাস উল্টে বৃদ্ধা নিহত

শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত শে‌ষে বাড়ি ফেরার প‌থে বাস উল্টে লুৎফা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্প‌তিবার র‌াত পো‌নে ১১টার দি‌কে ঢাকা-সিলেট মহাসড়‌কের হ‌বিগ‌ঞ্জের বাহুব‌ল উপজেলার মুখকা‌ন্দি নামক স্থা‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।


বিজ্ঞাপন


লুৎফা বেগম কু‌মিল্লার দে‌বিদ্বার উপ‌জেলার দম‌তি গ্রা‌মের বাসিন্দা। দুর্ঘটনার পর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স নেওয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

জানা যায়, বৃহস্প‌তিবার রাতে সি‌লেট শাহজালাল মাজার জিয়ারত শে‌ষে এক‌টি বাসে করে যাত্রীরা নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়‌কের মুখকা‌ন্দি নামক স্থা‌নে পৌঁছা‌লে র‌াত পৌনে ১১টার দি‌কে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে উল্টে যায়। এ সময় বা‌সে থাকা ১১ যাত্রী গুরুতর আহত হয়। 

খবর পে‌য়ে বাহুবল ফায়ার সা‌র্ভিস ও বাহুবল থানা পু‌লিশ উদ্ধার কার্যক্রম চা‌লায় এবং আহতদের উদ্ধার ক‌রে। এদের মধ্যে লুৎফা বেগমকে বাহুবল উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স নেওয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। আহত অন‌্যান‌্যদের চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর