ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কৃষকদলের নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জালাল উদ্দিন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক। তিনি স্থানীয় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের অনুসারী।
লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেছেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করি। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে তিনজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ তিনজন তাকে মারধর করে।
হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের শিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভেতরেই তার ওপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভেতরে হামলার শিকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন।
বিজ্ঞাপন
অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। হামলার সময় তিনি উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন।
তবে জালাল উদ্দিন এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করেন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ওই শিক্ষক। এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জালাল উদ্দিন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত পেয়েছি।
প্রতিনিধি/এসএস

