ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে স্থানীয় জনতা।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাণীরবাজার নজরুল এভেনিউ এলাকার কেএফসির শাখায় ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে নগরীর বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনের একটি দল এসে রাণীরবাজার এলাকায় জড়ো হতে থাকেন। পরে, এক পর্যায়ে কেএফসি ভাঙচুর চালায় তারা৷ ভাঙচুরের পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেশ কয়েকজনের একটি দল কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকার কেএফসির সামনে এসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জড় হয়। পরে ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ফ্রি ফ্রি ফিলিস্তিন’সহ আরও বিভিন্ন স্লোগান তুলে তারা। এক পর্যায়ে উত্তেজিত জনতা কেএফসি'র দিকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালাতে থাকে। পরে বিক্ষোভকারীদের একটি অংশ রেস্টুরেন্টটির ভেতরে ঢুকেও ভাঙচুর চালায়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কেএফসির সামনে আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু, মাগরিবের নামাজ শুরু হওয়ার পর সেখানে সাত আট জন মিলে কেএফসির ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা এই ঘটনা ঘটায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়।
প্রতিনিধি/এসএস