‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ প্রাঙ্গণে এ দিবস পালন করা হয়।
বিজ্ঞাপন
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।
এছাড়াও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অংশগ্রহনকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও এলাকার জনসাধারণের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন হয়।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্য স্বাস্থ্য সেবা খাতকে আগামীতে আরো বিশেষায়িত করা হবে। জনসাধারণের স্বাস্থ্য সেবার সুরক্ষা প্রদানের মাধ্যমে আগামীতে স্বাস্থ্য সেবার কার্যক্রম আরও আলোকিত হবে।