রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশিকে ফেরত নিল বিজিবি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (৬ এপ্রিল) দুপুরে মাঠিলা সীমান্তের শূন্য রেখায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ঘণ্টাব্যাপী চলা পতাকা বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক গোপালগঞ্জ জেলার ভোমড়াশুর গ্রামের তাপস বিশ্বাসের ছেলে র্তীথ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কামার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাসকে (১৫) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক গুরুতর জখম

মহেশপুরের মাঠিলা সীমান্তে ঘণ্টাব্যাপী চলা পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৯ ব্যাটালিয়নের রনঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের মাঠিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান।

পরে বিজিবির সদস্যরা র্তীথ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে মহেশপুর থানায় সোপর্দ্দ করে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন