মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক গুরুতর জখম

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে।  আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা মহানগরী জাতিসংঘ পার্কে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড়ের বাসিন্দা মো. আব্দুল হামিদ খানের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পলাশকে ছুরি মেরে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। তাকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনার পর জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর