বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজি (পটকা) ও পটকা তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর পৌর এলাকার ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব আতশবাজি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন - শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে হারুন (২৮)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাটকান্দি দক্ষিণপাড়ায় হাতেম আলীর বাড়িতে আশতবাজি (পটকা) তৈরি করা হচ্ছে, এ ধরনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেম আলী ও তার পরিবারের লোকজন পালিয়ে যান।
পরে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই বাড়ি থেকে তিন হাজার ৫৪০ প্যাকেট আতশবাজি ও তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক দুই লাখ ১২ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞাপন
সুমন রঞ্জন সরকার আরও জানান, এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ