শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সমুদ্র সৈকতে ৪৮৬ কাছিমছানা অবমুক্ত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে ৪৮৬টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার জেটিঘাট এলাকায় এ ছানাগুলো ছাড়া হয়। এগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সমুদ্রসৈকতে ছাড়া হলো ১১১ কাছিম ছানা

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে এবার কাছিমের ৮ হাজার ৫০০ ডিম সংগ্রহ করা হয়। এসব ডিম থেকে জন্ম নেওয়া ৩ হাজারেরও বেশি কাছিম ছানা এরইমধ্যে কয়েক ধাপে সাগর ও নাফ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪৮৬টি কাছিম ছানা নাফ নদীতে অবমুক্ত করা হয়।

pic-(12)-67deec852686f

তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকতে ১১১টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছিল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন