শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, নেতাকর্মীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে (৫২) লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়ে বিস্ফোরিত হলে তিনি অক্ষত থাকেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে ওসি মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


বিজ্ঞাপন


thumbnail_FB_IMG_1743726101383

পুলিশ ও দলীয় সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে চেয়ারম্যান শেখ আবুল বাশার তার সহযোগীর মোটরসাইকেলের পেছনে বসে ফুলতলা বাজার থেকে বুড়িয়ারডাঙ্গা সরদার বাড়ি এলাকায় তার বাড়ি ফিরছিলেন। খুলনা-যশোর মহাসড়কের সুপার জুট মিলের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। চেয়ারম্যানের ওপর বোমা হামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।

thumbnail_FB_IMG_1743726106364

আরও পড়ুন

খুলনায় টিনের চাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পরে বাসস্টান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন বাবু, শফিক আহমেদ মেঝবা, আতাউর রহমান, শেখ আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ প্রমুখ বক্তৃতা করেন। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার পরপরই খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন।

thumbnail_FB_IMG_1743726095521

বিবৃতিতে তারা বলেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ।

thumbnail_FB_IMG_1743726110109

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন