রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধূমপানের ঘটনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামে ধূমপান করার ঘটনা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে।

প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করলেও ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রী কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে ধূমপান করার কারণে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনা দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তামিম ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ, রাব্বিসহ আরো বেশ কয়েকজন ছিলেন।


বিজ্ঞাপন


হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর