শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগ শুরু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ও অংশগ্রহণে প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরে শুরু হয়েছে রামদেও বাজলা প্রিমিয়ার লিগ আরবিপিএল (সিজন ৮)।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এ প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম মোসাদ্দেক পলাশ, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,  ক্রীড়া সংগঠক আসিফ শাহারিয়ার, রামদেও বাজলা প্রিমিয়ার লীগের প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদুল বারী হাসিব, রাব্বি হোসাইন, আরেফিন কিবরিয়া বাপি, শাহরিয়ার কবীর, তুষার, মাহিন উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

চেন্নাইকে হারানোর পর বড় অঙ্কের জরিমানা রাজস্থান অধিনায়কের

বক্তারা বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে।

এবার আরবিপিএল অষ্টম আসরে ২০টি দল অংশগ্রহণ করছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub