রাজস্থান রয়্যালসের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এবারের আসরের শুরুটা ভালো হয়নি রিয়ান পরাগের। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন থাকতে পারছেন না বলেই নেতৃত্বের ভার তার কাঁধে। প্রথম দুই ম্যাচে পরাগের অধীনে হেরেছে রাজস্থান। তবে তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে রাজস্থান। এদিকে দল জিতলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে পরাগকে।
চোটের কারণে স্যামসন প্রথম তিন ম্যাচে শুধু ব্যাটার হিসেবেই খেলছেন। ফলে এই তিন ম্যাচে রয়্যালসদের অধিনায়ক পরাগ। গতকাল সিএসকের বিপক্ষে ম্যাচ দিয়েই পরাগের নেতৃত্ব দেওয়া শেষ হয়েছে। এ ম্যাচে দল জয়ও পেয়েছে। তবে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন পরাগ।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে পরাগের শাস্তির কথা জানিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ লঙ্ঘন করায় রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় এই শাস্তি পেয়েছেন তিনি। এই মৌসুমে প্রথম এমন শাস্তি পেল ফ্র্যাঞ্চাইজিটি।’
আইপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান। আগে ব্যাট করে নিতিশ রানার ৮১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানেই শেষ হয় সিএস্কের ইনিংস।