বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে চোরাচালানের তিনটি ভারতীয় গরু আটক করা হয়েছে। 

রোববার (৩০ মার্চ) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী কোম্পানির কমান্ডার সুবেদার আলী আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 


বিজ্ঞাপন


এ সময় সীমান্তের মেইন পিলার ৭৭৯ হতে ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে চোরাচালানের তিনটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। 

এদিকে একই দিন ভোরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নেকিপাড়া এলাকায় জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েক মো. সাগর হোসেনের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৬০-এর ৪৫ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  অভিযান পরিচালনা করে। এ সময় ১০ হাজার ৪০০ টাকার ২৩ কেজি ভারতীয় আঙ্গুর এবং এক কেজি জিরা জব্দ করা হয়।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যেকোনো মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর