রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের সঙ্গে উল্টো পথে আসা অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।

রোববার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টা দিকে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম।

আরও পড়ুন

ঈদসামগ্রী নিয়ে ফেরার পথে বাসচাপায় বৃদ্ধা নিহত

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দু’জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

487121303_627229916861055_813252418716491505_n


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub