বগুড়ায় ঈদসামগ্রী নিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় খুকলে বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় রংপুর-বগুড়া মহাসড়কে নওদাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত খুকলে বেওয়া গাবতলী উপজেলার মৃত শাহেদ আলীর স্ত্রী।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেলে হোটেল মন ইন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেটা নিতে গাবতলী থেকে এসেছিলেন খুকলে বেওয়া। উপহার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি দ্রুতগামী বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
ওসি মনোয়ারুজ্জামান জানান, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস