রাজশাহীর বাঘায় নিজের বানানো পটকা ফোটানোর সময় সজিব আলী (১৭) নামে এক তরুণ আহত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর মিলিক বাঘার বকুলতলা এলাকা জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসার সামনের একটি পাতকুয়ায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এসময় তার বাম হাতের কবজিসহ আঙুলের নিচের অংশে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সেখানে ছেলেরা আড্ডা দেয় ও মাঝেমধ্যে খেলাধুলা করে। আগে তারা সেখানে আড্ডা দিচ্ছিল। হঠাৎ বিকট আওয়াজ হয়। গিয়ে একজনকে আহত দেখতে পান তারা। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান।
আহত সজিব আলী বলেন, আমি লেখাপড়া করছি। পাশাপাশি কৃষি কাজ করি। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছি। শনিবার শখের বসে পর্দার পাইপের মধ্যে দিয়াশলাইয়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলাম। এসময় বিস্ফোরণ হয় এবং আমার হাত পুড়ে যায়। ঈদ সামনে রেখে এর আগেও পটকবাজি তৈরি করে আনন্দ করেছিলাম। কখনও এরকম হয়নি। আর পটকাবাজি করব না।
বিজ্ঞাপন
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দু’জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস