দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে দিলারা বেগম (৫৫) নামে এক বিধবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে পৌরশহরের মাকড়াই মাদরাসাপাড়া এলাকায় নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত দিলারা বেগম ওই এলাকার মৃত আবুল হোসেন স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলারা বেগমের স্বামী ৪ বছর আগে মারা যান। তাদের এক পালিত মেয়ে ছিল। তার বিয়ের পর মাকড়াই মাদরাসাপাড়ায় এলাকার নিজ বাসায় সে একা বসবাস করতেন। মেয়ে আভা ও জামাতা রকি সকালে বাসার দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে বিছানায় পাশে রক্তাক্ত অবস্থা তার মরদেহ দেখতে পান। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস