কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে, ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।
উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই লক্ষ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
নকল আকিজ বিড়ি চক্রের সদস্য মিজান জানান, তারা চট্টগ্রামের রিয়াজ উদ্দিন মার্কেটের আলী আকবরের হোলসেল দোকান থেকে নকল আকিজ বিড়ি সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল।
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি কম দামে বিক্রি করা হচ্ছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বিজ্ঞাপন
তিনি নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
প্রতিনিধি/একেবি