হবিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি সই করা এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
পদাধিকার বলে কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা প্রশাসককে। সদস্য করা হয়েছে সাবেক ক্রিকেটার ও সংগঠক মাহবুবুল বারী চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ মুশফিক আহমেদ, সাবেক ক্রিকেটার ও সংগঠক সাইফুল ইসলাম জসিম, সাবেক ফুটবলার ও সংগঠক মো. জয়নাল আবেদীন, কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক বেগম রাবেয়া সুলতানা মিম, ছাত্র প্রতিনিধি নাহিদ উদ্দিন তারেক ও ক্রীড়া সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকনকে।
পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে (জেলা ক্রীড়া কর্মকর্তার পদ শূন্য বিধায়)।
পত্রে উল্লেখ করা হয়, ২০১৮-এর ধারা ২ (১৫) এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসারে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ধারা ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।
বিজ্ঞাপন
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও আত্মগোপনে চলে যান। পরে এ কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর থেকে অ্যাডহক কমিটি গঠন নিয়ে চলছিল আলোচনা।
প্রতিনিধি/ এমইউ