নড়াইল সদর উপজেলায় চোরচক্রের চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি চোরাই ব্যাটারিচালিত ভ্যান ও দু'টি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) রাতে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে এ দিন সকাল ১১টার দিকে সদর উপজেলার ধোপাখোলা এলাকার উজিরপুর কাড়ারবিল বটতলা থেকে চোরাই ব্যাটারিচালিত ভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - লোহাগড়া উপজেলার কোটাকল গ্রামের মো. ইমান শেখের ছেলে মো. বাবুল শেখ (৫০), নওয়াপাড়া গ্রামের মো. আকবর মোল্যার ছেলে মো. রাজু মোল্যা (৩০), কাগজিপাড়া গ্রামের মো. রহিম মোল্যার ছেলে মো. ইমরুল মোল্যা (৩৬) ও নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে কাজী নাঈম (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. টিটু আলী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ধোপাখোলা এলাকার উজিরপুর কাড়ারবিল বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিদের কাছ থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ভ্যান ও দু’টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ