ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৪ জন গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোর রাতে উপজেলার ৩নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় সিএমবি ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের জসিম উদ্দিনের ছেলে নাজমুল (১৯), একই গ্রামের নুরুল মোস্তফার ছেলে সোহেল (৩০), মৃত রবিউল হোসেনের পুত্র শাহাদাত হোসেন (২৭), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রিফাত (২২)।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় সিএমবি ব্রিক ফিল্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, ছোরা, চাকা খোলার লিভার, লোহার ছোরা, লোহার পাইপ, ৫টি মোবাইল, বেøড ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় সিএমবি ব্রিক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় দ্রæত বিচার আইনে মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এজে