ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর পাড়ে ইয়াদ মোল্লা খাদেম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। নিহতের পরিবারের ধারণা, ইয়াদ মোল্লা মহিষের গুঁতোয় মারা গেছেন।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পৌর এলাকার খড়মপুরে তিতাস নদের পাড় থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্র জানায়, নিহত ইয়াদ মোল্লা গরুকে ঘাস খাওয়ানোর জন্য সকালে নদীর পাড়ে যান। সেখানে গরুর পাশাপাশি কয়েকটি মহিষও ছিল। পরে দুপুরে স্থানীয় লোকজন ইয়াদ মোল্লার লাশ দেখতে পেয়ে খবর দেয়। তখন পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শরীরের আঘাতের চিহ্ন দেখে তারা ধারণা করছেন যে মহিষের গুঁতোয় তিনি মারা গেছেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনূর ইসলাম বলেন, ‘বিষয়টি নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে ঘটনাটি সদর থানা এলাকায় হওয়ায় সেখানকার পুলিশকে অবগত করতে বলেছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, তাকে কেউ এখনও বিষয়টি জানায়নি।
প্রতিনিধি/ এমইউ