মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img


বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ মার্চ) বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এদিকে দুটি করে ঈদের জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম, জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে। এর পাশাপাশি বরিশালের অধিকাংশ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

নুরুল ইসলাম বলেন, বরিশাল জেলায় মোট আট হাজার সাতশ ৩৪টি মসজিদ রয়েছে। এর মধ্যে আট হাজার মসজিদেই ঈদের জামাত হবে। তবে এ জন্য আমাদের থেকে কোনো নির্দেশনা বা বাধ্যবাধকতা নেই।

বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়।
গির্জামহল্লার জামে কসাই মসজিদের খতিব মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে। এ ছাড়া নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে।

বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, ঈদের নামাজ আদায়ের জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তবে সকাল সাড়ে ৯টার মধ্যে সব জামাত শেষ করতে হবে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর