ময়মনসিংহের নান্দাইলে সংঘর্ষের ফলে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানান, গত বুধবার রাতে রুবেল জনৈক মধুর বাড়িতে বসে অনেকের সঙ্গে মদ পান করছিলেন। এ সময় অতিরিক্ত মদ পান করে বেসামাল হয়ে পড়লে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মালিক মধু মিয়ার ছেলেরা বুধবার রাতে নিজেরাই তাদের পিটিয়ে জখম করে। এতে রুবেল ও মানিক মিয়া নামে দু’জন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন।
পরে রুবেলকে উদ্ধার করে বাড়িতে আনা হয় এবং বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
রুবেলের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে নিহতের চাচা আব্দুল মন্নান জানান, রুবেল সব সময় মদ পান করতেন। গত বুধবার রাতে অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করলে মুধুর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এতে রুবেল আহত হয়েছিলেন। এরপর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ