সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

নড়াইলে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০১:৪৮ এএম

শেয়ার করুন:

loading/img

নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান (৩২) নামে এক ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) রাতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন— পৌরসভার ভওয়াখালীর হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সাফাত ভূইয়া (১৯), একই এলাকার মতিয়ার মাস্টারের ছেলে মুন (২০) ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ (১৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ী সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানি মোল্যার ছেলে হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেলস্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর নিকটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করতে থাকে আসামিরা। পরে সদর থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এসময় আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এর মধ্যে গ্রেফতার আসামি সাফাতকে বুধবার (২৬ মার্চ) আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস। আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

এর আগে, মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে বুধবার অভিযান চালিয়ে অপর দুই আসামি জাবির শেখ ও মুনকে গ্রেফতার করা হয়। আসামিরা প্রত্যেকেই নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলমের অনুসারী বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এক ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাতকে গ্রেফতার করা হয় এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন ও জাবিরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার
তাদের আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর