সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামের এক বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৬ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ বাবু বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেমুছড়ি বিওপির সীমান্ত ৪৯ পিলারের শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাইন বিস্ফোরণে বাবুর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে জেনে বিস্তারিত জানাতে পারব।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর