সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

জামালপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষিকা নিহত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- নাটোর সদরের চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।  

ওসি ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়। এরিয়াটি পাবনার ঈশ্বরদী রেলওয়ের মধ্যে। যতটুকু জানতে পেরেছি, তাড়াহুড়ো করে মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় পার হওয়ার আগেই ট্রেন ধাক্কা দিয়ে অনেকদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।

ওসি আরও বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর