সংস্কারের নামে তালবাহানা করবেন না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন। জনগণ অধীর আগ্রহ নিয়ে নির্বাচনের প্রত্যাশা করেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে ২৫ রমাদানে ধামরাই মডেল প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছে। এ জাতি ত্যাগ করতে জানে। আমরা ত্যাগ করতে জানি। জনগণের প্রত্যাশা পূরণ করতে স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করতে দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে গণতন্ত্র আদায়ের জন্য নির্যাতন, কারাবরণ সহ রাজপথে রক্ত
ঝরিয়েছি। দ্বিতীয় স্বাধীনতা তো আর এমনি এমনি আসেনি আমাদের এই দীর্ঘদিনের ত্যাগ ও তিতিক্ষার ফল ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।
তিনি আরও বলেন, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সংস্কারের নামে তালবাহানা করবেন না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন। জনগণ অধীর আগ্রহ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে আপনারা দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। আর এবারের নির্বাচনের মাধ্যমেই তারুণ্যের অহংকার তারেক রহমান হবে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক।
ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি ও বায়ান্ন টিভির ধামরাই প্রতিনিধি এম শাহীন আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ধামরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।