সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

যশোর সরকারি মুরগি খামারে বার্ড ফ্লুর অস্তিত্ব 

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

যশোর সরকারি মুরগি খামারে বার্ড ফ্লুর অস্তিত্ব 

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেছে। বার্ড ফ্লু সংক্রমণের কারণে দুই সহস্রাধিক মুরগি নিধন করা হয়েছে। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শহরের শংকরপুরে সরকারি মুরগি প্রজনন উন্নয়ন খামারে গত ১৩ মার্চ বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়। এরপর প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন। এরপর ১৪ মার্চ রাতে খামারের দুই হাজার ৭৮টি মুরগি নিধন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি মুরগির খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেলেও খুব বেশি ভয়ের কারণ নেই। এটি লো প্যাথোজেনিক। মানব দেহে সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা মানব দেহে সংক্রমিত হলে তা বার্ড ফ্লু বলা হয়।

তিনি জানান, তবে খামারিদের সতর্কতার সঙ্গে মুরগি পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, এটি নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকতে হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর